Monday, July 1, 2019

আউটসোর্সিং কী এবং কীভাবে করবেন।



আউটসোর্সিং কী এবং কীভাবে করবেন। 
আউটসোর্সিং ঃ

আউটসোর্সিং একটি মুক্ত পেশা। ইন্টারনেটের মাধ্যমে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজ প্রতিষ্ঠানের বাইরে তৃতীয় কোনো দক্ষ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে চুক্তির মাধ্যমে প্রয়োজনীয় কাজ করিয়ে নেয় তখন তাকে আউটসোর্সিং বলে। যাঁরা কাজগুলো করে দেন তারা হলেন ফ্রিল্যান্সার। লেখাপড়া বা চাকুরির পাশাপাশি কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে যে কেউ নিজের দক্ষতা অনুযায়ী যেকোনো সময় আউটসোর্সিং করতে পারেন। 

ফ্রিল্যান্সারা তাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন আউটসোর্সিং সইট বা অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে পারেন।



কাজের ধরণঃ 

  • বিক্রয় ও বিপণন (Sales & Marketing) 
  • লেখা ও অনুবাদ (Writing &Translation) 
  • ওয়েব, মোবাইল ও সফটয়্যার ডেভেলপমেন্ট (Web, Mobile & Software Devlopment) 
  • হিসাবরক্ষণ ও পরমার্শকারী (Accounting & Consulting ) 
  • গ্রহক্সেবা (Customer Service) 
  • প্রশাসনিক সহায়তা (Administrative Support) 
  • আইন সংক্রান্ত ( Legal) 
  • ডিজাইন ও মাল্টিমিডিয়া (Design & Multimedia) 
  • নেটওয়ার্কিং তথ্য ব্যবস্থা (Networking &Information Systems) 
  • প্রকৌশল ও স্থাপত্য (Engineering & Architecture) 
আউটসোর্সিং কেন হল ? 

উন্নত দেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ব্যয় কমানোর জন্য আউটসোর্সিং করিয়ে থাকে। প্রতিষ্ঠানগুলো আউটসোর্সিংয়ের মাধ্যমে কম খরচ অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে প্রয়োজনীয় কাজগুলো করিয়ে নিতে পারে। 
একজন ভালো ফ্রিল্যান্সার হতে হলে ও আউটসোর্সিংয়ের মাধ্যমে ক্যারিয়ার গড়তে চাইলে দক্ষতা, অভিজ্ঞতা, কম্পিউটার ও ইন্টারনেট ছাড়া অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। এ জন্য ফ্রিল্যান্সিং পেশাটি দিন দিন জনপ্রিয় হয়ে  উঠছে। 

ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয় কয়েকটি ওয়েবসাইট


  • Freelancer
  • Upwork
  • Peopleperhour
  • Fiverr
  • Guru

এই সাইটগুলোতে ফ্রিল্যান্সিং করে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব ।
  • Freelancer

এই Freelancer সাইটিতে আপনি বিভিন্ন প্রকার কাজের সুযোগ পাবেন, আপনি যে বিষয়ে অভিজ্ঞ সেই বিষয়ের উপর কাজ করতে পারেন। এই সাইটে রেজিস্ট্রেশন করার জন্য কোন টাকা লাগে না এবং এখানে আপনি বিড করারা মাধ্যমে বিভিন্ন কাজ পেয়ে থাকবেন। নিচে এই সাইটের যে সব বিষয় নিয়ে কাজ করতে পারবেন তার একটি চিত্র দেওয়া হল।




  • Upwork

এই সাইটে ফ্রিল্যান্সের কাজগুলির জন্য দুটি শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম বিদ্যমান: ওডেস্ক এবং ইল্যান্স।  এই ফ্রিল্যান্সার কাজের সাইটি বিশাল। তাদের ১২ মিলিয়ন ফ্রিল্যান্সার এবং 5 মিলিয়ন ক্লায়েন্ট রয়েছে যা প্রতি বছর 3 মিলিয়ন ফ্রিল্যান্সের কাজ উপরে তালিকাভুক্ত করে। এটি একটি বৃহত মার্কেট প্লেস । এখানে ও আপনি বিভিন্ন Categories পেয়ে থাকবেন এবং এখান থেকে আপনার অভিজ্ঞতা অনুযায়ী কাজ করতে পারবেন। 

আউটসোর্সিং করার অন্য উপায়ঃ 

উল্লেখিত এই সাইটগুলো ছাড়োও আপনি বিভিন্ন ভাবে আউটসোর্সিং করতে পারনে যেমনঃ ব্লগ রাইটিং , ইউটিউব চ্যানেল খুলে আপনি এটি করতে পারেন। আপনি একটি ওয়েবসাইট তৈরী করে সেখানে আপনার যে বিষয় ভালো লাগে সেই বিষয় নিয়ে লিখালিখে করে খুব সহজেই ইনকাম করতে পারেন। আর আপনি বিনামূল্যে একটি ওয়েব সাইট তৈরী করতে পারেন, এজন্য আপনি আমাদের এই সাইটের সাথে যুক্ত থাকুন, আমরা এখানে পরবর্তী পোস্টে কীভাবে বিন্যামূল্যে একটি ওয়েবসাইট তৈরী করে ইনকাম করবেন সেই বিষয়ে একটি পোস্ট লিখবো।


Some good and trusted online earning websites




No comments:

Post a Comment