Monday, September 23, 2019

আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম যাদি Windows 10 হয় তাহলে দেখেনিন কীভাবে কম্পিউটারের গতি বাড়াবেন।

windows-10-operating-first-spreed-high-spreed-tips-and-trick








আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম যাদি Windows10 হয় এবং মাঝে মাঝে কম্পিউটার চালাকালিন স্লো কাজ করে তাহলে এই টিপস গুলো আপনার জন্য। আমরা সকলে কম্পিউটারে কাজ করার সময়  চাই আমাদের কম্পিউটারটি যেন রোকেটের গতিতে চলে। তাই আজ আমরা  এই সকল পদ্ধতি ও বিষয়গুলি ধাপে ধাপে  দেখানোর চেষ্টা করেছি। নিচে দেওয়া নির্দেশনাগুলো ভালো করে লক্ষ্য করুন।  




Windows10 Pwoer Option সেটিংঃ

প্রথমে আপনি আপনার Windows10 অপারেটিং সিস্টেম কম্পিউটারের Search মেনুতে  ক্লিক করুন এবং Search বক্সে লিখুন Power Option এখন Power Option বা Edit Power Plan দেখা যেতে পারে যেমন আমার এখানে Edit Power Plan দেখাচ্ছে, এখন এটির উপর ক্লিক করতে হবে।

windows-10-first-in-computer-tips-and-trick

Edit Power Plan ক্লিক করার সাথে সাথে নিচের চিত্রটির মত দেখাবে  চিত্রটি লক্ষ্য করুন এখান থেকে লাল বক্সে নির্দেশিত Change advanced power settings লেখা এই Optionটিতে ক্লিক করুন।

windows-10-first-in-computer-tips-and-trick

Change advanced power settings লেখা এই Optionটিতে ক্লিক করার পর নিচের চিত্রটি দেখাবে  এখান থেকে লাল বক্সে নির্দেশিত Blanced [Active] লেখাটির উপর ক্লিক করুন।
.
windows-10-first-in-computer-tips-and-trick

Blanced [Active] লেখাটির উপর ক্লিক করার পর নিচের চিত্রটির মত এখানে তিনটি Option দেখা যাবে এখান থেকে High performance লেখাটিতে ক্লিক করুন।

windows-10-first-in-computer-tips-and-trick

High performance লেখাটিতে ক্লিক করার পর নিচের চিত্রের মত দেখাবে এখান থেকে আপনি চিত্রে নির্দেশিত Ok বাটনে ক্লিক করুন  এবং পরবর্তী Windowটি Close করুন তাহলে Power Options সেটিং এর কাজ সম্পন্ন হয়ে যাবে ।

windows-10-first-in-computer-tips-and-trick




Defragment And Optimize Drives কাজ সম্পন্ন করাঃ  

প্রতিমাসে একবার  অন্তত আপনার কম্পিউটারের Defragment And Optimize Drives কাজটি সঠিক নিয়মে সম্পন্ন করতে হবে। আর এটি করার জন্য প্রথমে আপনার File Explorer টি Open করুন।

windows-10-first-in-computer-tips-and-trick

File Explorer টি Open করার পর নিচের চিত্রটি লক্ষ্য করুন এখান থেকে চিত্রে নির্দেশিত Local Disk (C:) এর উপর মাউসের  Right বাটন ক্লিক করুন।

windows-10-first-in-computer-tips-and-trick

 Local Disk (C:) এর উপর মাউসের  Right বাটন ক্লিক করার পর নিচের চিত্রের মত একটি মেনু বক্স Open হবে এখান থেকে চিত্রে নির্দেশিত Properties লেখাটিতে ক্লিক করুন।

windows-10-first-in-computer-tips-and-trick

Properties লেখাটিতে ক্লিক করার পর  নিচের চিত্রের মত  Local Disk (C:) এর Properties বক্সটি Open হবে। এখান থেকে চিত্রে নির্দেশিত Tools লেখাটিতে ক্লিক করুন। 

windows-10-first-in-computer-tips-and-trick

Tools লেখাটিতে ক্লিক করার পর নিচের চিত্রের মত দেখাবে এখান থেকে Optimize লেখাটিতে ক্লিক করুন।

windows-10-first-in-computer-tips-and-trick

Optimize লেখাটিতে ক্লিক করার পর Optimize Drives বক্সটি Open হবে, এবার এখানে দেখুন আমার কম্পিউটারের সকল Drive গুলো দেখা যাচ্ছে। সবার উপরে থাকবে C: Drive এবং এই প্রথম Driveটি  Selection অবস্থায় থাকবে এবং এই Selection অবস্থায় চিত্রে নির্দেশিত Optimize বাটনে ক্লিক করুন। Optimize বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার C: Drive টি Optimize হতে থাকবে। Optimize চালু হলে fragmented লেখার সামনে দেখবেন %  উঠতে থাকবে । এভাবে আপনার কম্পিউটারের প্রত্যেকটি Drive Optimize হয়ে যাবে এবং Optimize হয়ে গেলে বক্সটি Close করে দিবেন। এখন আমাদের  Defragment And Optimize Drives এর কাজ সম্পন্ন করা হয়েছে।

windows-10-first-in-computer-tips-and-trick


Delete Unnecessary Temporary Files অপ্রয়োজনীয় ফাইল মুছতে হবেঃ 

১ম ধাপঃ  কম্পিউটারে কাজ করতে করতে কম্পিউটারে কিছু অপ্রয়োজনীয় ফাইল জমা হতে থাকে যে কারনে আপনার কম্পিউটার ধীরে ধীরে স্লো হতে থাকে । এখন এই অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলার জন্য প্রথমে আপনাকে আপনার কম্পিউটারের টুলবারে গিয়ে Search মেনুতে  ক্লিক করুন এবং Search বক্সে লিখুন Run এবং Run লেখাটির উপর ক্লিক করুন। Run বক্সটি Open হলে নিচের চিত্রের নির্দেশনা অনুযায়ী  Recent লিখে Ok বাটনে  ক্লিক করুন।

windows-10-first-in-computer-tips-and-trick

Recent লিখে Ok বাটনে  ক্লিক করার পর নিচের চিত্রের মত Recent বক্সের অপ্রয়োজনীয় ফাইলটি Open হবে। এখান থেকে লাল বক্সে নির্দেশিত অপ্রয়োজনীয় Document গুলো দেখাবে। এবার Document গুলো মাউস দিয়ে Select করে অথবা কীবোর্ড এর মাধ্যমে Ctrl+A চাপুন তাহলে Select হয়ে যাবে । Select করার পর কীবোর্ড থেকে Delete বাটন চাপুন তাহলে অপ্রয়োজনীয় ফাইলগুলি Delete হয়ে যাবে।


২য় ধাপ ঃ একই ভাবে আবার আপনার কম্পিউটারের টুলবারে গিয়ে Search মেনুতে  ক্লিক করুন এবং Search বক্সে লিখুন Run এবং Run লেখাটির উপর ক্লিক করুন। Run বক্সটি Open হলে নিচের চিত্রের নির্দেশনা অনুযায়ী  Temp লিখে Ok বাটনে  ক্লিক করুন।

windows-10-first-in-computer-tips-and-trick

Temp লিখে Ok বাটনে  ক্লিক করার পর নিচের চিত্রের মত Temp বক্সের অপ্রয়োজনীয় ফাইলটি Open হবে। এখান থেকে লাল বক্সে নির্দেশিত অপ্রয়োজনীয় Document গুলো দেখাবে। এবার Document গুলো মাউস দিয়ে Select করে অথবা কীবোর্ড এর মাধ্যমে Ctrl+A চাপুন তাহলে Select হয়ে যাবে । Select করার পর কীবোর্ড থেকে Delete বাটন চাপুন তাহলে অপ্রয়োজনীয় ফাইলগুলি Delete হয়ে যাবে।

windows-10-first-in-computer-tips-and-trick

৩য় ধাপ ঃ একই ভাবে আবার আপনার কম্পিউটারের টুলবারে গিয়ে Search মেনুতে  ক্লিক করুন এবং Search বক্সে লিখুন Run এবং Run লেখাটির উপর ক্লিক করুন। Run বক্সটি Open হলে নিচের চিত্রের নির্দেশনা অনুযায়ী  Prefetch লিখে Ok বাটনে  ক্লিক করুন।

windows-10-first-in-computer-tips-and-trick

Prefetch লিখে Ok বাটনে  ক্লিক করার পর নিচের চিত্রের মত Prefetch বক্সের অপ্রয়োজনীয় ফাইলটি Open হবে। এখান থেকে লাল বক্সে নির্দেশিত অপ্রয়োজনীয় Document গুলো দেখাবে। এবার Document গুলো মাউস দিয়ে Select করে অথবা কীবোর্ড এর মাধ্যমে Ctrl+A চাপুন তাহলে Select হয়ে যাবে । Select করার পর কীবোর্ড থেকে Delete বাটন চাপুন তাহলে অপ্রয়োজনীয় ফাইলগুলি Delete হয়ে যাবে।

যদি Prefetch ফাইলগুলো Open হওয়ার আগে নিচের মত এমন একটি বক্স দেখায় তাহলে এখান থেকে Contunue বাটনে ক্লিক করবেন।

windows-10-first-in-computer-tips-and-trickwindows-10-first-in-computer-tips-and-trick


যদি কোন ফাইল ডিলেট করার সময় নিচের চিত্র গুলোর মত দেখায় তাহলে লাল বক্সের নির্দেশনা অনুসরণ করুন । প্রথমটি Do this for all current items বক্সটিতে টিক মার্ক দিন এবং Skip বাটনে ক্লিক করুন। দ্বিতীয়টি Do this for all current items বক্সটিতে টিক মার্ক দিন এবংContinue বাটনে ক্লিক করুন।


windows-10-first-in-computer-tips-and-trick

windows-10-first-in-computer-tips-and-trick


এছাড়া আপনার Windows10 অপারেটিং সিস্টেম কম্পিউটারের গতি বাড়ানোর জন্য আমাদের নিচে দেওয়া এই টিপসটি দেখে নিন। আশাকরি আমাদের এই নির্দেশনা গুলো অনুসরণ করে আপনার কম্পিউটারকে গতিশীল করে তুলতে পারবেন। 




Auto refresh on your computer। আপনার কম্পিউটারের গতি বাড়িয়ে নিন।


No comments:

Post a Comment